আপনার বিজনেস আইডিয়াকে কিভাবে বাস্তব রূপ দিবেন
বিজনেস আইডিয়াকে বাস্তব রূপ প্রদান

বিজনেস আইডিয়াকে বাস্তব রূপ প্রদান
যে কোন একটি ব্যবসা শুরু করার অনেকগুলো ধাপ আছে। এর মধ্যে প্রথম ধাপ হচ্ছে বিজনেস আইডিয়া বা ব্যবসার ধারনা খুঁজে বের করা।
আপনার বিজনেস আইডিয়াকে সনাক্ত করার পরের ধাপ হচ্ছে তা বাস্তবে রূপ দেওয়া। আজকের এই সংক্ষিপ্ত আর্টিকেল আমি আপনার সাথে বিজনেস আইডিয়াকে কিভাবে বাস্তব রূপ দেওয়া যায় তার উপর কিছু ধারনা তুলে ধরার ইচ্ছা প্রকাশ করছি।
১। আপনার বিজনেস আইডিয়া শেয়ার করুন
যে কারো সাথে আপনার বিজনেস আইডিয়াটি শেয়ার করবেন না।
আপনার বিশ্বস্ত বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের কাছে শেয়ার করতে পারেন।
আপনার লক্ষ পূরণের জন্য আপনার বিজনেস আইডিয়াকে শেয়ার করতে হবে এবং তাদের কাছ থেকে মুল্যায়ন পাওয়ার চেষ্টা করতে হবে।
আপনি যখন তাদেরকে বিজনেস আইডিয়াটি শেয়ার করবেন তখন কিছু প্রশ্ন করতে পারেন। যেমন;
- আপনার ব্যবসার পণ্য বা সেবা তারা নিজেরা ব্যবহার করবে কিনা?
- যদি ব্যবহার করে তবে কেন করবে?
- কত টাকা দিয়ে তারা আপনার পণ্য বা সেবা ব্যবহার করবে?
- আপনার ব্যবসার মাধ্যমে তাদের কোন সমস্যার সমাধান হবে কিনা তা জিজ্ঞাসা করতে পারেন।
তাদের কাছ থেকে পাওয়া উত্তর ও মতামত নিয়ে আপনি আপনার ব্যবসার ধারনাটি পুনরায় চিন্তা করার সুযোগ পাবেন, যা আপনার ব্যবসার ধারনাটিকে আরো নিখুত ও সমৃদ্ধ করবে।
২। মার্কেট রিসার্চ করুন – Research the Market
আপনার সম্ভাব্য বিজনেস আইডিয়াটি বাজারে কতটুকু চাহিদা বহন করবে তা জানার সেরা উপায় হল মার্কেট রিসার্চ করা।
মার্কেট রিসার্চ করার করার সময় আপনাকে সম্ভাব্য প্রতিযোগীদের সম্পর্কে জানতে হবে।
তারা কোন সেক্টরে ভাল করছে এবং কোন সেক্টরে খারাপ করছে তা জানতে হবে।
এছাড়া ব্যবসাটি আপনি একাই শুরু করতে চাচ্ছেন না পার্টনার নিবেন তার সিন্ধান্ত নিতে হবে।
পড়ুন – কাউকে ব্যবসায়িক পার্টনার বানাতে হলে তার কি কি গুন দেখে নিতে হবে
৩। একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করুন – Create a Business Plan
একটি লিখিত ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করা একটি নতুন ব্যবসা শুরু করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আপনার বিজনেস প্লানের মধ্যে Marketing Plan (মার্কেটিং প্ল্যান), ও Financial Plan (ফাইনানসিয়াল প্ল্যান) সংযুক্ত করতে হবে।
ব্যবসায় সফলতা পেতে ব্যবসায়িক পরিকল্পনা আপনাকে অবশ্যই তৈরি করতেই হবে।
৪। একটি প্রোটোটাইপ তৈরি করুন – Make a Prototype
প্রোটোটাইপিং ব্যবসায়ের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ।
এটি আপনাকে আপনার ব্যবসাটি বাস্তববাদী কিনা তা পরীক্ষা করতে সহায়তা করবে।
এই পদক্ষেপটি আপনার ব্যবসায়ের দৃষ্টিভঙ্গি এবং সত্যিকারের গ্রাহকরা আপনার ব্যবসাটিকে গ্রহণ করবেন কিনা তা পরীক্ষা করবে।
৫। তহবিল সম্পর্কে চিন্তা করুন – Think about Funds
আপনার পণ্য বা সেবা এবং মার্কেট নিয়ে গবেষণা করা হয়ে গেলে আপনাকে তহবিল সম্পর্কে চিন্তা করতে হবে।
একদম শুরু করে লাভ করা আগ পর্যন্ত কত টাকা লাগবে তার একটি পরিষ্কার ধারনা নিতে হবে।
এইখানে কোন ভুল করার সুযোগ নেই, আপনার হিসাবে যত টাকা লাগবে তার থেকে ২০% বেশী টাকা নিয়ে আপনাকে ব্যবসায় আসতে হবে।
দরকারের চেয়ে কম টাকা দিয়ে ব্যবসা শুরু করা ব্যবসা ব্যর্থ হওয়ার অন্যতম কারন।
নিজের টাকা না থাকলে বন্ধ বান্ধব, আত্মীয় স্বজনের শরণাপন্ন হতে পারে, কিংবা বিনিয়োগকারী আকৃষ্ট করতে পারেন।
শেষ ভরসা ব্যাংক লোন বা অন্যকোন আর্থিক প্রতিষ্ঠানের লোন, তবে এই লোনের বিষয়ে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে।
ধন্যবাদ। – কে এম চিশতি সিয়াম – ইউটিউব এ আমি