অপরিচিত পণ্য কিভাবে মার্কেটিং করব?

অপরিচিত পণ্য কিভাবে মার্কেটিং করব?

অপরিচিত পণ্য কিভাবে মার্কেটিং করব

অপরিচিত পণ্য কিভাবে মার্কেটিং করব

যে কোন অপরিচিত পণ্য বা পরিচিত পণ্য যদি মানুষের কাজে লাগে তাহলে মার্কেটিং করা কঠিন কাজ নয়। তাই আপনাকে আগে বুজতে হবে আপনি যেই পণ্য মার্কেটিং করতে চাচ্ছেন তা মানুষের উপকারে আসবে কিনা। কিভাবে সহজ ও কার্যকারী উপায়ে অপরিচিত পণ্য মার্কেটিং করবেন তা নীচে তুলে ধরনার চেষ্টা করছি।

ব্লগ পোস্টে অপরিচিত পণ্য মার্কেটিং করুন

আপনি যেই পণ্য মার্কেটিং করতে চাচ্ছেন তার কি কি গুনাবলী আছে তা সাধারন মানুষের কাছে তুলে ধরুন। কেন আপনার পণ্য কিনবে, তা কি কাজে লাগবে, কোথায় পাবে ইত্যাদি। সব থেকে ভাল হয় আপনার পণ্য নিয়ে একটি ওয়েবসাইট বানান এবং সেখানে বিস্তারিত সব কিছু উল্লেখ করুন। আপনার পণ্যের জন্য একটি ওয়েবসাইট থাকলে মানুষের কাছে গ্রহন যোগ্যতা পাবে।

খুচরো ব্যবসা

আমাদের দেশে যারা ছোট বা বড় দোকান ভিত্তিক ব্যবসা করছেন তাদের কাছে আপনার পণ্য পৌঁছাতে হবে। তাদের কাছে অপরিচিত পণ্য কি কাজে লাগবে এবং তারা কেন আপনার পণ্য বিক্রি করবে সেই বিষয়ে মার্কেটিং করুন।

ফেসবুকে আপনার পণ্যে প্রচার করুন

গুগল, ইউটিউব এর পরে আমাদের দেশে সব থেকে যেই সাইটে ভিজিটর যায় সেটি হচ্ছে ফেসবুক। আপনার অপরিচিত পণ্য মার্কেটিং এর জন্য সবথেকে সহজ মাধ্যম ফেসবুক। পোস্ট বুস্ট করে, গ্রুপ খুলে, পেইজ খুলে পণ্যর সম্পর্কে বিজ্ঞাপন দিতে পারেন। আরো পড়ুন- কিছু বিক্রি না করে কি ব্যবসা করা যায়।

বিভিন্ন অনুষ্ঠানের স্পন্সর

আপনি হয়ত খেয়াল করে থাকবেন যখন ক্রিকেট খেলা হয়, তখন প্রায় দেখা যায় Powered By গ্রামীনফোন, কো-স্পন্সর ওয়ালটন ইত্যাদি। এই ক্ষেএে খরচ বেশী হলেও অনেক বেশী মানুষের কাছে পণ্যের বিজ্ঞাপন পৌছানা সম্ভব।

ই-মেইল মার্কেটিং

অনেকের মতে ই-মেইল মার্কেটিং এখন আর তেমন কাজ করছে না। এটি আংশিক সত্য, এখনো ই-মেইল মার্কেটিং করে পন্য বিক্রি করা সম্ভব। ই-মেইল মার্কেটিং এর বড় সুবিধা খরচ অনেক কম। আরো পড়ুন- বাংলাদেশে অনলাইন বিজ্ঞাপন মাধ্যম

লিফলেট

অপরিচিত পণ্য লিফলেটের মাধ্যমে মার্কেটিং করতে পারেন। আপনার পণ্য যদি কোন এলাকা ভিত্তিক হয়ে থাকে তাহলে লিফলেট মার্কেটিং ভাল কাজ করবে। কেন মানুষ আপনার পণ্য কিনবে, পণ্যের গুনাগুন, কোথায় পাওয়া যাবে ইত্যাদি লিখে মার্কেটিং করা যেতে পারে।

গ্রাহক পর্যালোচনা শেয়ার করুন

আপনার অপরিচিত পণ্য কিনে কে কিভাবে উপকার পাচ্ছে তার ভিডিও করে সামাজিক মাধ্যম গুলোতে শেয়ার করতে পারেন। এটি সব থেকে কার্যকারী পদক্ষেপ হতে পারে। অনেক শুভ কামনা আপনার জন্য।